ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বিলুপ্তপ্রায় নীলগাইয়ের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
বিলুপ্তপ্রায় নীলগাইয়ের মৃত্যু বিলুপ্তপ্রায় নীলগাই(ফাইল ছবি)

দিনাজপুর: দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে রাখা বিলুপ্তপ্রায় একজোড়া নীলগাইয়ের একটির শনিবার (১৬ মার্চ) বিকেলে মৃত্যু হয়।

রামসাগর জাতীয় উদ্যানের তত্ত্বাবধায়ক একেএম আব্দুস সালাম তুহিন বাংলানিউজকে জানান, বিকেলে নীলগাই দু’টি ছুটোছুটির একপর্যায়ে নারী নীলগাইটি চিড়িয়াখানার নেটের দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। এরপর নীলগাইটিকে চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।

২০১৮ সালের ৫ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থেকে একটি নারী নীলগাই উদ্ধার করা হয়। এরপর চলতি বছরের ২২ জানুয়ারি নওগাঁ জেলার মান্দা উপজেলার থেকে আরেকটি পুরুষ নীলগাই উদ্ধার হয়। বাংলাদেশে বিলুপ্তপ্রায় এই প্রাণীর বংশ বিস্তারের বিষয়টি বিবেচনায় এনে নীলগাই দু’টিকে দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানের চিড়িয়াখানায় রাখা হয়েছিল।

বাংলাদেশ সময়: ০৬১৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
পিএ/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।