ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

গরমে মারা গেল সার্কাসের হাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৯
গরমে মারা গেল সার্কাসের হাতি

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সার্কাসে আসা একটি হাতির মৃত্যু হয়েছে।

সোমবার (০২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের হাজিগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে হাতিটির মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, রংপুরের শ্যামপুর থেকে লালমনিরহাট বাণিজ্য মেলায় আসা দি-লায়ন সার্কাসের হাতিটি কয়েক দিন ধরে জেলার  বিভিন্ন গ্রামে ঘুরে চাঁদাবাজি করছিল।

সোমবার বিকেলে আদিতমারী উপজেলার হাজিগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে পৌঁছালে হঠাৎ হাতিটি গরমে অসুস্থ হয়ে পড়ে। এর কিছুক্ষণের মধ্যে হাতিটি মারা যায়।  

হাতিটির মাউথ সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, হাতির মৃত্যুর খবর সার্কাস ম্যানেজারকে জানানো হয়েছে। তারা এলে হাতির মরদেহ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আদিতমারী উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোশারফ হোসেন বাংলানিউজকে বলেন, হাতিটির অসুস্থতার খবর পেলে চিকিৎসা দেওয়া যেত। কিন্তু মারা যাওয়ার পরে খবর পাওয়ায় কিছু করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।