ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সাতছড়িতে কিং কোবরা অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৯
সাতছড়িতে কিং কোবরা অবমুক্ত সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত কিং কোবরা। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে লোকালয় থেকে ধড়া পড়া একটি কিং কোবরা সাপ।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বাগান সংশ্লিষ্টরা এটিকে অবমুক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাটের দেওরগাছ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামছুন্নাহার চৌধুরী, সাতছড়ি রেঞ্জ অফিসার মাহমুদ হোসেন, ইউএসএইড'র প্রতিনিধি সামছ উদ্দিন প্রমুখ।

সাতছড়ি জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, অবুমক্ত হওয়া সাপটি লম্বায় আনুমানিক ৪ ফুট হবে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) তেলিয়াপাড়া এলাকার লোকজন এটি ধরে। খবর পেয়ে সাতছড়ি উদ্যানের কর্মকর্তারা সাপটিকে সেখান থেকে নিয়ে আসেন।

তিনি আরও জানান, সাতছড়ি উদ্যানসহ হবিগঞ্জের বিভিন্ন পাহাড়ি এলাকায় নানা প্রজাতির সাপ রয়েছে। এগুলোকে যাতে মেরে ফেলা না হয় সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া উচিত।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।