ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

লাউয়াছড়ার সবুজে মিলিয়ে গেলো কলার আড়তে উদ্ধার গোখরাটি

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
লাউয়াছড়ার সবুজে মিলিয়ে গেলো কলার আড়তে উদ্ধার গোখরাটি ফাইল ছবি

মৌলভীবাজার: অবশেষে লাউয়াছড়া জাতীয় উদ্যানে সবুজের মধ্যে মিলিয়ে গেল শ্রীমঙ্গলের কলার আড়ত থেকে উদ্ধার করা সেই গোখরার বাচ্চাটি।

বুধবার (১১ সেপ্টেম্বর) শেষ বিকেলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে সাপের এ বাচ্চাটিকে অবমুক্ত করা হয়।

ফাইল ছবি

এ সময় উপস্থিত ছিলেন  সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান এবং বনবিভাগের কর্মীরা।

আরও পড়ুন>> শ্রীমঙ্গলে মিললো নতুন প্রজাতির সাপ

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বাংলানিউজকে বলেন, প্রথমে সিদ্ধান্ত ছিল কিছুদিন পরে ছাড়া হবে। কিন্তু পরে কয়েকটি বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। এ সাপটির খাদ্যতালিকা সম্পর্কে আমরা তেমনভাবে ওয়াকিবহাল নই। তাই দ্রুত অবমুক্ত করা হয়েছে।

ফাইল ছবি

সাপটি সম্পূর্ণভাবে সুস্থ এবং প্রকৃতি থেকে সে তার খাদ্য সংগ্রহ করতে পারবে বলে জানান সজল দেব।

আরও পড়ুন>> বাংলানিউজের ছবিতে অবশেষে সাপটি সনাক্ত

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গলের নতুন বাজারের কলার আড়ত থেকে উদ্ধার হওয়া সাপটির ছবি বাংলানিউজে প্রকাশিত হয়। এরপর বন্যপ্রাণী বিশেষজ্ঞরা নিশ্চিত হন এটি গোখরা সাপের বাচ্চা।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
বিবিবি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।