শুক্রবার (০১ নভেম্বর) রাতে চারারগোপ এলাকার ফলের আড়তের একটি খামার থেকে এসব প্রাণী উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক কিংবা জরিমানা করা হয়নি।
বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ সাদিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি খামার থেকে এসব প্রাণী উদ্ধার করা হয়েছে। তবে খামারের মালিকসহ সকলেই স্বীকার করেছেন তারা এ ব্যাপারে নিষেধাজ্ঞা বা কোনকিছু জানতেন না। এবং তারা খুব আন্তরিকভাবে সহযোগিতায় করায় তাদেরকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাণীগুলো ঢাকার আগারগাঁওয়ের বন বিভাগে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৫১৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
জেআইএম/