বৃহস্পতিবার (০৭ নভেম্বর) মাধবকুন্ড জলপ্রপাত এলাকায় দেখা গেছে পর্যটকদের উপস্থিতি।
এর আগে রোববার (০৩ নভেম্বর) মাধবকুন্ডের পানিতে স্থানীয় মাছশিকারী কর্তৃক ভয়ানক ক্ষতিকর ‘বিষলতা’ নামক বুনোবিষ প্রয়োগ করা হয়।
পাথারিয়া পাহাড়ের কঠিন পাথরের ওপর দিয়ে প্রবাহমান এবং নিম্নেপতিত জলধারাই মাধবকুন্ড ঝর্ণা। এটি প্রায় ১৬২ ফুট উপর থেকে পতিত হয়ে মাধবছড়া নামে পরিচিতি লাভ করেছে। এই মাধবছড়ার পানি প্রবাহিত হয়ে হাকালুকি হাওরের সঙ্গে মিশেছে।
এ ব্যাপারে কুলাউড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং বড়লেখা উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ বাংলানিউজকে বলেন, মাধবকুন্ডে পরিস্থিতি এখন একদম স্বাভাবিক। বৃহস্পতিবার সকাল থেকে বহু পর্যটক এখানে বেড়াতে এসেছেন। আর কোনো চিন্তার কারণ নেই। পর্যটকরা এখন ইচ্ছে করলে গোসল করতে পারবেন। এই ঘটনায় ইমরান নামের একজনকে আটক করা হয়েছে।
‘মাধবকুন্ড জলপ্রপাতে মাছ মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে আমরা পানি পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করেছি। পানির পিএইচ, দ্রবীভূত অক্সিজেন, এমোনিয়া, হার্ডনেস, টিডিএস স্বাভাবিক আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ পাহাড়ি ছড়ায় বিষলতা দেওয়ার কারণে মাছগুলো মারা গিয়েছিল। ’
সিনিয়র এই মৎস্য কর্মকর্তা জানান, এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে যেন ভবিষ্যতে এরকম ঘটনা দ্বিতীয়বার না ঘটে। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি তদারকি করছে।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আল ইমরান বাংলানিউজকে বলেন, মাধবকুন্ডের পানি এখন সম্পূর্ণ নিরাপদ। কোনো সমস্যা নেই। এখানে আমরা মাছসহ অন্য জলজপ্রাণী ছেড়ে দেখেছি যে ওরা স্বাভাবিকভাবে বেঁচে আছে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
বিবিবি/এইচএডি/