দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল বাংলানিউজকে বলেন, পূর্বাপর অভিজ্ঞতার আলোকে সবরকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছি।
তিনি জানান, শুক্রবার বিকেল ৩টায় সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে জরুরি সভা ডাকা হয়েছে। সভা শেষে সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করা হবে।
আরও পড়ুন...
** সমুদ্রবন্দরে ৪ নম্বর সংকেত, আঘাত হানতে পারে শনিবার
** ভয়াবহ রূপ নিয়েছে ‘বুলবুল’, পশ্চিমবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট
** ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’, ৩ নম্বর সতর্কতা সংকেত
পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) পরিচালক মুনসী এনামুল হক জানান, ঘূর্ণিঝড় ‘বুলবুল’র সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় জরুরি ব্যবস্থা গ্রহণের স্বার্থে ৮ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যস্ত উপকূলবর্তী জেলাসমূহের সব বাপাউবোর কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব কর্মস্থলে অবস্থান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
এমআইএইচ/আরবি/