ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

পঞ্চগড়ে ময়ূর উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২০
পঞ্চগড়ে ময়ূর উদ্ধার

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট এলাকা থেকে একটি ময়ূর উদ্ধার করেছে স্থানীয়রা। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ওই এলাকার হাজি খামির উদ্দিন প্রধান আলিম মাদ্রাসার পুকুর পাড় থেকে ময়ূরটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ওই এলাকার বাচ্চা মিয়া ও আব্দুল মান্নান নামে স্থানীয় দুইজন দেখতে পান ময়ূরটিকে কুকুর তাড়া করছে।

পরে স্থানীয় কামরুজ্জামানসহ কয়েকজনকে নিয়ে তারা ময়ূরটিকে উদ্ধার করে বাচ্চা মিয়ার বাড়িতে নিয়ে যান। এদিকে ময়ূর উদ্ধারের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ওই বাড়িতে ভিড় জমায় উৎসুক জনতা। খবর পেয়ে সন্ধ্যায় সেই বাড়ি থেকে ময়ূরটিকে উদ্ধার করেন পঞ্চগড় বন বিভাগের কর্মকর্তারা।

ওই বন বিভাগের কর্মকর্তা রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ময়ূরটি সংরক্ষণের জন্য দিনাজপুর রাম সাগর জাতীয় উদ্যানে পাঠানোর প্রক্রিয়া চলছে।       

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।