করোনা ভাইরাস পরিস্থিতির কারণে সাধারণ মানুষ তেমন একটা ঘর থেকে বের না হওয়ায় বৃষ্টিতে জনজীবনকে প্রভাবিত না করলেও একটু গরমের পর কিছুটা স্বস্তি নিয়ে এসেছে। যদিও এ বৃষ্টিতে কেউ কেউ ফসলের উপকার হওয়ার কথা বললেও মূলত মৌসুমী ফলের জন্য প্রয়োজনীয় বলে জানিয়েছে কৃষি বিভাগ।
গণজমায়েত ও সামাজিক দূরত্ব নিশ্চিতের লক্ষ্যে শুক্রবারও গোটা বরিশালজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম পরিচালনা করেছে। সচেতনতামূলক পরামর্শ দেওয়া, গণজমায়েত ছত্রভঙ্গ ও ত্রাণ কার্যক্রম চলমান রেখেছে জেলা প্রশাসন।
শুক্রবার বরিশালের বিভিন্ন উপজেলায় ৯২৫টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। এছাড়া সিটি করপোরেশনও তাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে।
বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
এমএস/আরবি