বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৫টা দিকে মৃত অবস্থায় হরিণটি দেখতে পায় গ্রামবাসী। পরে বনবিভাগকে খবর দিলে তারা চামড়া সংরক্ষণ করে মাটি চাপা দেয়।
বনবিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, বলেশ্বর নদের পাড়ে টেংরা হাজিরখাল এলাকায় মৃত একটি মায়া হরিণ দেখে এলাকাবাসী খবর দেয়। পরে সেখানে গিয়ে চামড়া সংরক্ষণ করে মাটি চাপা দেওয়া হয়।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে সুন্দরবন থেকে পানির স্রোতে ভেসে আসতে পারে হরিণটি।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মে ২১, ২০২০
এনটি