ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

হাতীবান্ধায় ময়ূর উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, মে ২৫, ২০২০
হাতীবান্ধায় ময়ূর উদ্ধার

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলায় ভারতীয় সীমান্ত এলাকার গ্রাম থেকে একটি ময়ূর উদ্ধার করেছে গ্রামবাসী।

সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার জাওরানী গ্রামের প্রভাষক আব্দুস ছালামের বাড়ির পাশ থেকে ময়ূরটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় এলাকাবাসী ময়ূরটি দেখতে পায়।

পরে ধাওয়া দিয়ে ময়ূরটি পুকুর পাড় থেকে আটক করে। খবর পেয়ে পার্শ্ববর্তী গ্রামের হাজারো মানুষ ময়ুরটি দেখতে ওই বাড়িতে ভিড় করছেন। ময়ুর উদ্ধারের বিষয়টি স্থানীয় প্রাণিসম্পদ বিভাগকে অবগত করেন গ্রামবাসী।

হাতীবান্ধা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এনামুল হক বাংলানিউজকে জানান, গ্রামবাসীর দেওয়া খবরে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। ময়ুরটি ঝড়ের কারণে সীমান্তের ওপাড় থেকে বাংলাদেশে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি  রংপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, মে ২৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।