বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে জেলা শহরের ২ নম্বর খলিফা পট্টি এলাকা থেকে বনবিড়ালটি উদ্ধার করা হয়।
এর আগে বুধবার (১০ জুন) রাতে নূরে এলাহী রাবার স্ট্যাম্পের স্বত্বাধিকারী মনিরুজ্জামান নূরে এলাহী শহরের রহমতগঞ্জ কবরস্থান এলাকা থেকে বনবিড়ালটি উদ্ধার করেন।
মনিরুজ্জামান নূরে এলাহী বাংলানিউজকে জানান, বুধবার রাতে শহরের রহমতগঞ্জ কবরস্থান থেকে ওই বনবিড়ালটি রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় আহত হয়ে পড়েছিল। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে এটিকে উদ্ধার করে নিয়ে এসে চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ করা হয়। পরে রাজশাহী বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরকে জানানো হলে বৃহস্পতিবার দুপুরে তারা বনবিড়ালটিকে উদ্ধার করে নিয়ে যায়।
ওই অধিদপ্তরের পরিদর্শক জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, বনবিড়ালটি উদ্ধার করা হয়েছে। এটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করার পর বঙ্গবন্ধু ইকোপার্কে অবমুক্ত করা হবে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ১১, ২০২০
এসআরএস