ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

পাথরঘাটায় তিনটি তক্ষকসহ এক ব্যক্তি আটক 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
পাথরঘাটায় তিনটি তক্ষকসহ এক ব্যক্তি আটক  তক্ষক ও বামে আটক ব্যক্তি। ছবি: বাংলানিউজ

বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলায় তিনটি তক্ষকসহ চুন্নু মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। তক্ষকগুলোর আনুমানিক মূল্য সাড়ে তিন কোটি টাকা।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।  

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের লেফটেন্যান্ট মো. ফাহিম শাহরিয়ার জানান, বন্যপ্রাণী পাচার করছে কিছু পাচারকারীরা এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ চরদুয়ানী এলাকা থেকে তিনটি তক্ষকসহ চুন্নু মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তক্ষকগুলোসহ চুন্নু মিয়াকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বনবিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তক্ষকগুলো পাথরঘাটার সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে এবং চুন্নুর বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।