রাজবাড়ী: রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ২শ গ্রাম ওজনের একটি কাতল মাছ।
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) ভোরে দৌলতদিয়া পাঁচ নম্বর ফেরি ঘাটের অদূরে পদ্মা ও যমুনার মোহনায় ধরা পড়ে মাছটি।
দৌলতদিয়া ফেরিঘাটের চাঁদনী আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা জানান, ফেরি ঘাটের অদূরে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলেন জেলে কোব্বাত হালদার। এ সময় তার জালে বিশাল আকৃতির এই কাতলটি ধরা পড়ে।
পরে স্থানীয় আড়তে ডাকের মাধ্যমে ১৬শ টাকা কেজি দরে মোট ৩২ হাজার টাকায় মাছটি কিনে ঢাকার কাওরান বাজারে ৩৩ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২১
আরএ