ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

আগুনে পুড়লো জাবির ১৫ একর বন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২১
আগুনে পুড়লো জাবির ১৫ একর বন ...

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত বন অঞ্চলে ভয়াবহ আগুনে প্রায় ১৫ এক বন পুড়ে গেছে। তবে কীভাবে এই আগুনের সূত্রপাত তা নির্ণয় করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের পেছনের বন থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায়। যা পরবর্তী সময়ে ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের সংরক্ষিত সবুজ অঞ্চলে।

আড়াই ঘণ্টা চেষ্টার পর দুপুর আড়াইটায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিস। তবে এরমধ্যেই পুড়ে যায় ১৫ একরের বেশি জায়গার গাছপালা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী বলেন, আমরা দুপুর ১টায় ঘটনাস্থলে উপস্থিত হই। আগুনের ভয়াবহতা পর্যবেক্ষণ করে ফায়ার সার্ভিসকে ফোন দিই। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সাভার ফায়ার ব্রিগেডের স্টেশন অফিসার মাহফুজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের বনে আগুন লাগার পরে আমাদের অবহিত করা হয়। আমাদের দুইটা ইউনিট ত্রিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে প্রায় সময় এমন আগুনের ঘটনা ঘটে। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। আমরা দেখেছি বিগত বছরগুলোতে শীত শেষে এই ধরনের আগুনের সূত্রপাত হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।