কক্সবাজার: কক্সবাজারের দরিয়ানগর সমুদ্রসৈকত এবার ভেসে এলো বিশাল আকৃতির একটি মরা তিমি। ধারণা করা হচ্ছে এই তিমির ওজন হবে দুই টনেরও বেশি।
শুক্রবার (৯ এপ্রিল) দুপুরের দিকে কক্সবাজার ১৪ আর্মড ফোর্স ব্যাটালিয়নের (এপিবিএন) অদূরে সৈকতে স্থানীয় লোকজন মরা তিমিটি দেখতে পান।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ১৪ আর্মড ফোর্স ব্যাটালিয়ন (এপিবিএন) এর অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা বাংলানিউজকে জানান, দুপুরের দিকে তিমিটি দেখতে পেয়ে সেখানে লোকজন জড়ো হতে থাকে।
দেখেই বোঝা যাচ্ছে বিশাল আকৃতির এই ওজনও কয়েক টন হবে।
স্থানীয় লোকজনের ভাষ্য, বড় ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে আঘাতপ্রাপ্ত হয়ে এটির মারা যেতে পারে। যোগ করেন সোহেল রানা।
বিশেষজ্ঞরা সরেজমিনে পরিদর্শন শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
তবে তাৎক্ষণিক এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বিশেষজ্ঞ মতামত পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২১,
এসবি/এএ