মৌলভীবাজার: বিস্ময়কর এক পরিযায়ী পাখি ‘কালালেজ-জৌরালি’। যারা একনাগারে কোনো কিছু না খেয়ে কয়েকদিন পৃথিবীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে উড়ে যেতে পারে।
দিবারাত্রী বিরামহীন উড্ডনশীল এ বিস্ময়কর পরিযায়ী পাখিটির নাম ‘কালালেজ-জৌরালি’। ইংরেজি নাম Black-tailed Godwit এবং বৈজ্ঞানিক নাম Limosa limosa। এদের শরীর ৪৪ সেন্টিমিটার। বাদামি দেহ এবং পিঠে বাদামি আইশের দাগ। পুরুষের চেয়ে স্ত্রী পাখিটি সামান্য বড়।
প্রখ্যাত পাখি বিশেষজ্ঞ এবং বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হক বাংলানিউজকে বলেন, ব্লেকটেইল-গডউইথ এই পাখিটা গত কয়েক বছর ধরে প্রায় বিপন্ন হয়ে আসছে। আগে অনেক হাজার হাজার সংখ্যা দেখা যেতো। এখনো সংখ্যাটা বাংলাদেশে হাজারই আছে কিন্তু পৃথিবীতে খুব কমে গেছে। এই পৃথিবীর একমাত্র পাখি যাদের শরীরে অদ্ভুত শক্তি আছে।
তিনি আরো বলেন, এই পাখিটার একটা বিশেষত্ব হলো, পুরো শীতজুড়ে বাংলাদেশে থাকে। এছাড়াও মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডেও চলে যায়। শীতের ওর হিমালয় পার হয়ে উত্তরে যেয়ে তুন্দ্রা অঞ্চলে বাসা করে। ওরা এখানে এখন বাসা করছে। মাটিতে বাসা করে ডিম পড়বে, ছানা তুলবে। আবার অক্টোবর-নভেম্বর মাসে বাংলাদেশে চলে আসবে। এরা কাদা থেকে পোকা টেনে বের করে খায়। যার জন্য এদের চঞ্চু (ঠোঁট) এবং পা অনেক লম্বা। ফলে প্রায় এক ফুট গভীর পানিতেও সে অনায়াসে হেঁটে বেড়াতে পারে।
![](https://banglanews24.com/public/userfiles/images/23-03-2021/25%20march-2021/26-night%20Duty/28-03-2021-AAT/01-04-2021-AAT/AAT-05-04-2021/07-04-2021-Trisa/RRRRRRRR/AYSHA-21/1428/2021-Trisna/6%20roja/22-04-2021/24-04-2021-AAT/SUNDAY%2025-AAT/monday/277/29-AATTTTTT/3May/5%20May/Pic-2__Black-tailed-Godwit(1).jpg)
উড্ডনের বিষয়টি আরো ব্যাখ্যা করে বলেন, এক নাগারে ৮/৯ দিন উড়ে যাওয়ার ক্ষমতায় তার শরীরের শক্তি অর্থাৎ শরীরের পানি তো কঠিন পরিশ্রমের ফলে শেষ হয়ে যাওয়ার কথা। এই দীর্ঘ পরিযায়নে ওদের ঘুমানো কি ব্যবস্থা তাও জানা নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো-কি করে ৯দিন, ৯ রাত্রি তারা উড়ে যাচ্ছে, কিন্তু আকাশের কোথাও পানি খাচ্ছে না। কিভাবে তার শরীর এটা করতে পারে– এটা বিজ্ঞানের জন্যে একটা বিস্ময় এবং অদ্যাবধি অজানা বিষয়। অন্যপাখিদের মধ্যে এমন একটি বিশেষ ধরণের ক্ষমতার কথা এখনো জানা যায়নি।
![](https://banglanews24.com/public/userfiles/images/23-03-2021/25%20march-2021/26-night%20Duty/28-03-2021-AAT/01-04-2021-AAT/AAT-05-04-2021/07-04-2021-Trisa/RRRRRRRR/AYSHA-21/1428/2021-Trisna/6%20roja/22-04-2021/24-04-2021-AAT/SUNDAY%2025-AAT/monday/277/29-AATTTTTT/3May/5%20May/Pic-3__Black-tailed-Godwit.jpg)
শুধু ঘোষণা, কাগজ বা কথায় নয়, কাজেও সংরক্ষণনীতিমালার বাস্তবায়ন ঘটাতে হবে। যেন ওই সংরক্ষিত জায়গাগুলোতে আমিও যখন খুশি তখন না যেতে পারি। অন্য লোক তো নয়ই, যেতে গেলে আমাকে বলতে হবে কেন আমি ওখান যাচ্ছি। যত মানুষ যাবে পাখিগুলো তার পরিবেশ হারাবে, খাবার হারাবে, মানুষ তাদের দূষণ ওখানে নিয়ে যাবো, ওরা নিরাপদ থাকতে পারবে না। ফলে সংরক্ষণ মানেই যে হ্যাবিটেড সব জায়গাগুলোতে মানুষের আনাগোনা সম্পূর্ণভাবে বন্ধ নয়, সীমিত করতে হবে বলে পরামর্শ দেন প্রখ্যাত পাখি বিজ্ঞানী ইনাম আল হক।
বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, মে ০৮ ২০২১
বিবিবি/এএটি