টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নে দুই নীলগাই নিয়ে বিপাকে পড়েছেন এলাকার মানুষ। হঠাৎ লোকালয়ে চলে এসে বিলুপ্তপ্রায় এ প্রাণী দু’টি নষ্ট করছে ফসল।
জানা যায়, গত দু’দিন ধরে দু’টি নীলগাই ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছে। মাঝে মধ্যে কৃষকের পাকা ধান নষ্ট করছে। এক নজর দেখার জন্য শত শত মানুষ প্রাণীটির পিছনে দৌড়াচ্ছেন। মানুষের তাড়া খেয়ে বিশ্রাম নিতে না পেরে হাঁফিয়ে উঠছে বিলুপ্তপ্রায় এ প্রাণী দু’টি।
বাঘেরহাট নচিয়ামামুদপুর গ্রামের ব্যবসায়ী মো. খাইরুল ইসলাম জানান, গত দু’দিন ধরে নীলগাই দু’টি প্রথমে চেড়াভাঙ্গা সংলগ্ন পাহাড়ের টিলার উপর দেখতে পান এলাকার লোকজন। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়।
দেউলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম খান বাংলানিউজকে জানান, তিনি শুনেছেন দু’টি নীলগাই দু’দিন ধরে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে।
ভারতের পাহাড়ি অঞ্চল থেকে নীলগাই দু’টি পথ ভুলে বাংলাদেশে ঢুকে পড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।
রফিকুল ইসলাম খান উপজেলা প্রাণিসম্পদ ও বন বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ করেন শিগগিরই বিলুপ্তপ্রায় প্রাণী দু’টি উদ্ধার করতে ব্যবস্থা নেওয়ার।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মে ১০, ২০২১
এএ