ভোলা: ভোলার চরফ্যাশনে দুর্গম দ্বীপচর চর নিজাম থেকে দুটি হরিণ শাবক উদ্ধার করা হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসের হাত থেকে হরিণ দুটি লোকালয়ে চলে আসে।
বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে বর্তমানে হরিণ দুটি কালকিনি বন বিভাগের অফিসে বন কর্মকর্তাদের হেফাজতে আছে। সেখানেই প্রাথমিক চিকিৎসা চলছে। বৈরী আবহাওয়া কেটে গেলে হরিণগুলো বনে অবমুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছে বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম।
বুধবার (২৭ মে) ঝড়ের সময় সংরক্ষিত বন থেকে হরিণ দুটি লোকালয়ে চলে আসে। এদের মধ্যে একটি হরিণ বড় অরপটি অপেক্ষাকৃত ছোট। তাদের চিকিৎসা করা হয়েছে। দুই একদিন পর হরিণ শাবক বনে অবমুক্ত করা হবে।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, মে ২৭, ২০২১
এনটি