ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গ্রিন ভয়েসের বৃক্ষ রোপণ কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জুন ৪, ২০২১
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গ্রিন ভয়েসের বৃক্ষ রোপণ কর্মসূচি

ঢাকা: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ, র‌্যালি এবং সেমিনারের আয়োজন করেছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস।  

শুক্রবার (৪ জুন) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস এর উদ্যোগে শনিবার (৫ জুন) সকাল ৯টায় সোহরাওয়ার্দী উদ্যানে ১০০টি ফলদ ও বনজ বৃক্ষ রোপণ কর্মসূচি দেওয়া হয়েছে। বৃক্ষরোপণ শেষে টিএসসি থেকে শাহবাগ পর্যন্ত র‍্যালি অনুষ্ঠিত হবে।

এদিন সন্ধ্যায় ‘জীববৈচিত্র্য সংরক্ষণে তরুণ সমাজের ভূমিকা’ র্শীষক এক আলোচনা সভাও অনুষ্ঠিত হবে।

সভায় অংশগ্রহণ করবেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপার) সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল, বেলার পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান, স্থপতি মোবাশ্বের হোসেন, অধ্যাপক এম এম আকাশ, ডা. আব্দুল মতিন, অধ্যাপক ড. খালেকুজ্জামান, বিশিষ্ট গণমাধ্যম কর্মী শুভ কিবরিয়া, সহকারী অধ্যাপক ড. আরমিন খাতুন, অধ্যাপক ড. কামরুজ্জামান, নাগরিক উদ্যোগ এর নির্বাহী প্রধান জাকির হোসেন, বিশিষ্ট রাজনীতিবিদ রুহিন হোসেন প্রিন্স, বাপার সাধারণ সম্পাদক শরিফ জামিল, বাপার যুগ্ম সম্পাদক ও নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব, সাবেক ছাত্র নেতা শরীফুজ্জামান শরীফ, লেখক ও পরিবেশকর্মী বিধান চন্দ্র পাল, গ্রিন ভয়েসের সমন্বয়ক মো. আলমগীর কবির, গ্রিন ভয়েস এর সহ-সমন্বয়ক মো. হুমায়ন কবির সুমনসহ গ্রিন ভয়েস ও বহ্নিশিখার নেতারা।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুন ০৪, ২০২১
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।