ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

গাড়ির চাকায় প্রাণ হারালো ‘সবুজ ফণিমনসা’

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট। বাংলানিউজটোয়েন্টিফোর.কম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, জুন ৮, ২০২১
গাড়ির চাকায় প্রাণ হারালো ‘সবুজ ফণিমনসা’  রাতে শ্রীমঙ্গল টি রিসোর্টের সবুজ ফণিমনসা। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: দ্রুতগামী গাড়ির চাকায় প্রাণ হারিয়েছে সবুজ ফণিমনসা নামে একটি সাপ। পরে সাপটিকে রাস্তা থেকে সরিয়ে রাখেন এক পথচারী।


 
সোমবার (৭ জুন) রাত সাড়ে ৮টায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সড়কের টি-রিসোর্ট সংলগ্ন পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সড়ক দিয়ে চলাচলকারী সিএনজি অটোরিকশাগুলো অতি দ্রুতবেগে চলাচল করে।  
 
মারা যাওয়া সাপের ছবি সরীসৃপ গবেষক আদনান আজাদ আসিফের কাছে পাঠালে তিনি এই সাপটিকে ‘সবুজ ফণিমনসা’ বলে শনাক্ত করেন। তিনি আরো বলেন, এই সাপের ইংরেজি নাম Green Cat Snake এবং বৈজ্ঞানিক নাম Boiga cyanea।
 
আইইউসিএন (আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ) এর লাল-তালিকা অনুযায়ী বাংলাদেশে এই সবুজ ফণিমনসা সাপটি ‘ন্যূনতম বিপদগ্রস্ত’ প্রজাতির। এরা নিশাচর এবং মৃদু বিষাক্ত ধরনের সাপ।  
 
 বাংলাদেশ সময়: ০৮২৭ ঘণ্টা, জুন ০৮, ২০২১
বিবিবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।