ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, আগস্ট ৮, ২০২১
কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো ৬-৭ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন।

শনিবার (৭ আগস্ট) বিকেলে মৃত ডলফিনটি সৈকতে পড়ে থাকতে দেখতে পায় স্থানীয় জেলেরা।

স্থানীয়রা জানান, প্রায় ৬-৭ ফুট দৈর্ঘের ডলফিনটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, জেলেদের জালের আঘাতে মাছটির মৃত্যু হয়েছে।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বাংলানিউজকে জানান, ভেসে আসা ডলফিনটি ‘গঙ্গা নদীর ডলফিন’। এ প্রজাতির ডলফিনগুলো সাধারণত মাছ খেয়ে বেঁচে থাকে। ফলে জেলেদের মাছ ধরার জালে আটকে মারা যেতে পারে। আবার বয়সের কারণেও এরা মারা যায়। জোয়ারের তোপে মরদেহ সমুদ্র তীরে চলে আসে। এর আগেও বেশ কয়েকটি মৃত ডলফিন এবং তিমি সৈকতে ভেসে আসে।

বাংলাদেশ সময়: ০৭১১ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।