ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

দৌলতখানে রাসেল ভাইপার উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
দৌলতখানে রাসেল ভাইপার উদ্ধার রাসেল ভাইপার

ভোলা: ভোলার দৌলতখান উপজেলায় একটি বাড়ি থেকে 'রাসেল ভাইপার' প্রজাতির একটি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির সফি উল্লাহর ঘর থেকে সাপটি উদ্ধার করে বনবিভাগ।

সাপটি বর্তমানে বনবিভাগের তত্ত্বাবধানে রয়েছে।

বাড়ির লোকজন জানান, বিষধর সাপটি দেখে তারা প্রথমে অনেক ভয় পান। এ সময় কয়েকজন মিলে সাপটি একটি পাত্রে ভরে ফেলেন। সাপ ধরার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ওই বাড়িতে মানুষের ভিড় জমতে থাকে। পরে উপজেলা প্রশাসনকে খবর দিলে তারা এসে সাপটি উদ্ধার করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাওলাদার বলেন, বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে। তারা বিষয়টি দেখছে।  
বন বিভাগের দৌলতখান রেঞ্জ কর্মকর্তা  আকরাম বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।