পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর এলাকায় বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৪০০ কেজি (১০ মণ) ওজনের শাপলাপাতা মাছ।
বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরের দিকে মাছটি আলীপুরের বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসেন জেলেরা।
জানা গেছে, চট্টগ্রামের বাঁশখালীর নাম বিহীন একটি ট্রলার ৪০০ কেজির ওই শাপলাপাতা মাছটিকে নিয়ে আসে। পরে স্থানীয় মহেশখালী ফিসের মালিক ইউসুফ কম্পানি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৬৫ হাজার টাকায় মাছটি বিক্রি করে দেন।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বাংলানিউজকে জানান, শাপলাপাতা মাছ ধরা এবং বিক্রি সম্পূর্ণ অবৈধ।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
এসআরএস