ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

লোকালয়ে আসা গন্ধগোকুল ও বানরের ঠাঁই হলো লাউয়াছড়ায়

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
লোকালয়ে আসা গন্ধগোকুল ও বানরের ঠাঁই হলো লাউয়াছড়ায় লাউয়াছড়ায় অবমুক্তকৃত দুই বন্যপ্রাণী। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে একটি গন্ধগোকুল (Asian Palm Civet) ও একটি বানর (Rhesus Macaque) অবমুক্ত করা হয়েছে।
 
শনিবার (২২ জানুয়ারি) শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে এ দুটি প্রাণী বনে অবমুক্ত করা হয়।

অবমুক্ত করার সময় বিট কর্মকর্তা আনিসুজ্জামান, ওয়াইল্ডলাইফ জুনিয়র স্কাউট (ডাব্লিউজেএস) সুব্রত সরকার, তাজুল ইসলাম, ঋষি বড়ুয়া ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরিচালক স্বপন দেব সজল উপস্থিত ছিলেন।
 
স্বপন দেব সজল জানান, গন্ধগোকুলটি মৌলভীবাজারের একটি মুরগির খামারে ঢুকে কয়েকটি মুরগির বাচ্চা মেরে ফেলে। পরে খামারের লোকজন গন্ধগোকুলটিকে ধরতে গেলে প্রাণীটি লেজে মারাত্মক আঘাত পায়। আহত গন্ধগোকুলটিকে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে দিয়ে দেওয়া হয়। সেবা ফাউন্ডেশনে ২৩ দিন চিকিৎসা দেওয়ার পর সুস্থ হলে শনিবার লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়।
 
আর বানরটিকে গত ২০ জানুয়ারি ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর গ্রাম থেকে উদ্ধার করা হয় বলে জানান সজল।
 
বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
বিবিবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।