ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সরকারি জায়গার তিনটি দেবদারু গাছ কেটে নিয়ে যাওয়ার সময় তিনটি গাছের গুঁড়ি জব্দ করেছে উপজেলা প্রশাসন। গাছের গুঁড়িগুলো উপজেলার পরমেশ্বদী গ্রামের বাসিন্দা সরোয়ার খাঁ’র জিম্মায় রাখা হয়েছে।
জানা গেছে, পরমেশ্বদী গ্রামের মুংলাবাড়ির খালের মধ্যে সরকারি জায়গায় থাকা তিনটি দেবদারু গাছ সারোনদি গ্রামের সামাদ শরীফের কাছে বিক্রি করেন পরমেশ্বদী গ্রামের সত্তার মোল্যা। সেই গাছ গত ২৫ জানুয়ারি কেটে নেওয়ার সময় খবর পেয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিমের নির্দেশে গাছগুলো জব্দ করেন পরমেশ্বদী ভূমি তহসিলদার মো. কুদ্দুস হোসেন। গাছগুলো জব্দ করে স্থানীয় সরোয়ার খাঁ’র জিম্মায় রাখা হয়।
বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন ভূমি তহসিলদার মো. কুদ্দুস হোসেন ও স্থানীয় বাসিন্দা সরোয়ার খাঁ।
ঘটনা সত্যতা নিশ্চিত করে ইউএনও মো. রেজাউল করিম বাংলানিউজকে বলেন, যারা সরকারি জায়গার গাছ কেটেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
এসআরএস