ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সুন্দরবন থেকে হরিণের চামড়া ও মাংস জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
সুন্দরবন থেকে হরিণের চামড়া ও মাংস জব্দ সুন্দরবনের ফাইল ছবি

বাগেরহাট: সুন্দরবন থেকে ইঞ্জিন চালিত নৌকা, হরিণের মাংস ও চামড়া জব্দ করা হয়েছে।  

সোমবার (২৮ মার্চ) সকালে সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার নীলবাড়িয়া খাল থেকে স্মার্ট টিমের সদস্যরা এসব জব্দ করেন।

 

এসময় বনবিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যান। জব্দ করা হরিণের মাংস পরে মাটি চাপা দেওয়া হয়েছে।

দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্মার্ট পেট্রোলিং টিম-২ এর সদস্যরা সোমবার সকালে দুবলারচর এলাকার নীলবাড়ীয়া খালে টহল দিচ্ছিলেন। এসময় একটি চলন্ত ট্রলারকে থামাতে বলা হলেও চালক সেটি না থামিয়ে চলে যাচ্ছিলেন। একপর্যায়ে বনরক্ষীরা ধাওয়া করলে শিকারিরা ট্রলারটি পাড়ে ভিড়িয়ে বনের মধ্যে পালিয়ে যান। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে একটি হরিণের চামড়া, আট কেজি হরিণের মাংস ও দুই শতাধিক মাছ ধরার বড়শি পাওয়া যায়।

তিনি আরও বলেন, ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে জব্দকৃত ট্রলার দুবলা ফরেস্ট অফিসে রাখা হয়েছে। আর মাংসে কেরোসিন দিয়ে বনের মধ্যে মাটিচাপা দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।