বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় হরিণের চার কেজি মাংসসহ জুবায়ের হোসেন (৩০) নামে এক চোরা শিকারিকে আটক করেছে বন বিভাগ।
বুধবার (৩০ মার্চ) দুপুরের দিকে উপজেলার মঠেরপাড় বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক জুবায়ের খুলনার পাইকগাছা উপজেলার নাসিরপুর গ্রামের মৃত মনিরুজ্জামানের ছেলে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা ফরেস্টার আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, মোটরসাইকেলে হরিণের মাংস পাচার হচ্ছে— এমন গোপন তথ্যের ভিত্তিতে মঠেরপাড় বটতলা এলাকায় অভিযান চালায় শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের বনরক্ষীরা। অভিযানে জুবায়েরের মোটরসাইকেলটির গতিরোধ করে তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে হরিণের চার কেজি মাংস জব্দ করা হয়। এ সময় জুবায়কে আটকসহ পাচারের কাজে ব্যবহৃত তার মোটরসাইকেলটি জব্দ করা হয়।
তিনি আরও জানান, জুবায়ের পেশাদার হরিণ শিকারি ও মাংস বিক্রেতা। এ ঘটনায় বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করে বিকেলে জুবায়রকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
এসআরএস