পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে এবার ভেসে এসেছে ৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতী ডলফিন। ডলফিনটির লেজে হালকা আঘাত আছে।
বুধবার (৬ এপ্রিল) সকালে ঝাউবন পয়েন্ট এলাকায় ডলফিনটি দেখতে পায় কুয়াকাটা সৈকতের ট্যুর গাইড মোবারক হোসাইন।
পরে তিনি জীববৈচিত্র্য রক্ষা আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টদের খবর দেন।
মোবারক ও স্থানীয় জেলেরা বলেন, সকালে সৈকতে জোয়ারে ভাসতে ভাসতে ডলফিনটি তীরে এসেছে। তবে এটি কয়েক ঘণ্টা আগে মারা গেছে। কারণ এর আকৃতির কোনো পরিবর্তন নেই, একদম তরতাজা মনে হচ্ছে।
পটুয়াখালী ওয়ার্ড ফিস বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, এ ডলফিনটি বাচ্চা জাতের ইরাবতী ডলফিন, ইরাবতী ডলফিনের বাচ্চা ও বয়স্কের মধ্যে একটু পরিবর্তন থাকে। এর আগে, ২০২১ সালে কিছু বয়স্ক ইরাবতী এসেছিল।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সদস্যরা ওখানে পৌঁছে ডলফিনটি মাটি চাপা দিয়ে আসে।
তিনি আরও বলেন, গতকাল (৫ মার্চ) একই স্থানে একটি মৃত কচ্ছপ ভেসে আসে আজকে এলো মৃত ডলফিন। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন।
কর্তৃপক্ষকে দ্রুত সাগরের জীববৈচিত্র্য রক্ষায় উদ্যোগ গ্রহণের দাবী জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২২
জেডএ