ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

শরণখোলায় লোকালয় থেকে হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৯, এপ্রিল ৬, ২০২২
শরণখোলায় লোকালয় থেকে হরিণ উদ্ধার, বনে অবমুক্ত উদ্ধার হরিণ শাবকটি

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলা লোকালয় থেকে একটি হরিণ শাবক উদ্ধার করা হয়েছে।  

বুধবার (৬ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার রাজাপুর গ্রাম থেকে ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা শাবকটি উদ্ধার করেন।

পরে হরিণ শাবকটি সুন্দরবনে অবমুক্ত করেন বন বিভাগের কর্মকর্তারা।  

স্থানীয়দের ধারণা, সুন্দরবন থেকে ভোলা নদী সাঁতরে দু’টি হিরণ লোকালয়ে এসেছিল। গ্রামবাসীর তাড়া খেয়ে একটি আগেই বনে ফিরে যায়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুছ সবুর বাংলানিউজকে বলেন, দুপুরের দিকে দু’টি হরিণ ধানসাগর নৌপুলিশ ফাঁড়ির সামনের ভোলা নদী সাঁতরে এপার চলে আসে। এ সময় স্থানীয়রা দেখে ধাওয়া করলে বড় হরিণটি আবার নদী সাঁতরে বনে চলে যায়। কিন্তু হরিণ শাবকটি গ্রামের দিকে চলে আসে।
 
এসও আব্দুছ সবুর আরও বলেন, তাড়া খেয়ে প্রায় তিন কিলোমিটার দৌড়ে হরিণ শাবকটি রাজাপুর বাজারের কাছে চলে যায়। পরে সিপিজি এবং ভিটিআরটির সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে শাবকটি উদ্ধার করে ধানসাগর স্টেশন অফিসের কাছের বনে অবমুক্ত করা হয়।  

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।