ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বন্দিদশা থেকে মুক্ত হলো ২৩ পাখি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২২
বন্দিদশা থেকে মুক্ত হলো ২৩ পাখি

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বন্দিদশা থেকে মুক্ত পেয়েছে ২০টি ঘুঘু, ১টি শালিক ও ২টি টিয়া পাখি।

শনিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের নেওয়াপাড়া গ্রাম থেকে পাখি শিকারী রাহাতুল ও জাহিদুল ইসলামের বাড়ি থেকে এ পাখিগুলো উদ্ধার করে পরিবেশ ও প্রাণীপ্রেমী কর্মীরা।

পরে পাখিগুলো উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করলে, বন বিভাগ পাখিগুলো অবমুক্ত করেন।

এ সময় শিকারদের কাছ থেকে পাখি ধরার তিনটি ফাঁদ উদ্ধার করা হয় এবং দুই পাখি শিকারীদের থেকে মুচলেখা রেখে ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।