ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

পার্বত্য চট্টগ্রাম কাঁপল ভূমিকম্পে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, মে ১, ২০২২
পার্বত্য চট্টগ্রাম কাঁপল ভূমিকম্পে

ঢাকা: মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল পার্বত্য চট্টগ্রাম।

চট্টগ্রাম আবহাওয়া অফিসের উপ-পরিচালক সৈয়দ আবুল হাসনাৎ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি মৃদু কম্পন অনুভূত হয়েছে।

রিখটার স্কেলে ৪ দশমিক ৯ মাত্রার এ ভূকম্পনের উৎপত্তিস্থল ভারতের মিজোরাম সীমান্তবর্তী  মিয়ানমারের ফালাম শহরের ৭১ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে ১০৪ দশমিক ২ কিলোমিটার গভীরে।

রোববার (০১ এপ্রিল) রাত ৯টা ১৫ মিনিট ৪০ সেকেন্ডে ভূ-কম্পনটি অনুভূত হয়।

বাংলানিউজের রাঙামাটি করেসপন্ডেন্ট জানিয়েছেন, দু'দফায় ৩০ থেকে ৪০ সেকেন্ডের মতো স্থায়ী হয় ভূমিকম্পটি। প্রতিবেদন লেখা পর্যন্ত এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, মে ০১, ২০২২
ইইউডি/এমআইএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।