খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার চেঙ্গী ইউনিয়নে উদ্ধার করা হরিণ শাবকটি খাগড়াছড়ি বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) দুপুরে খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে হরিণ শাবকটি হস্তান্তর করেন চেঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, সদস্য শরং চন্দ্র চাকমা ও ভাগ্য মনি চাকমা।
আনুমানিক ২০ দিন আগে চেঙ্গী ইউনিয়নের দুর্গম করল্যাছড়ি বুদ্ধরাম পাড়ায় কুকুরের তাড়া খেয়ে হরিণটি লোকালয়ে আশ্রয় নেয়। স্থানীয় কয়কজন হরিণটিকে সুস্থ করে বিক্রির চেষ্টা করছিলেন। পরে খবর পেয়ে হরিণ শাবকটি স্থানীয় জনপ্রতিনিধিরা উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করেন।
খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, হরিণটটি বনে অবমুক্ত করা হবে।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মে ১৭, ২০২২
এডি/এমজেএফ