ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মাসহ বালিহাঁসের ৮ ছানা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জুন ৫, ২০২২
মাসহ বালিহাঁসের ৮ ছানা উদ্ধার বালিহাঁস

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে খাঁচায় বন্দি অবস্থায় মা বালিহাঁসসহ আটটি ছানা উদ্ধার করেছে দি বার্ড সেফটি হাউজের সদস্যরা।

রোববার (৫ জুন) বিকেলে উপজেলার মালতিডাঙ্গা গ্রাম থেকে হাঁসগুলো উদ্ধার করা হয়।

পরে একই এলাকার একটি নিরাপদ পুকুরে সেগুলো অবমুক্ত করা হয়।

দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস বাংলানিউজকে জানান, মালতিডাঙ্গা গ্রামে উঁচু একটি গাছের বাসা থেকে পড়ে গিয়েছিল বালিহাঁসের বাচ্চাগুলো। গ্রামের ফিরোজ নামের এক ব্যক্তি তা দেখতে পেয়ে মাসহ ছানাগুলোকে বাড়িতে এনে খাঁচায় বন্দি করে রেখে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পাখিগুলোকে উদ্ধার করার পর স্থানীয় জলাশয়ে অবমুক্ত করা হয়। দি বার্ড সেফটি হাউসের সদস্যরা পাখিগুলোর নজরদারি করবেন।



তিনি বলেন, পাখিদের কোলাহল, কলরব, ডানা মেলে অবাধ বিচরণ আর ঝাঁকে ঝাঁকে দেশি ও অতিথি পাখিদের আগমন সকলেরই দৃষ্টি আকর্ষণ করে। আর এই দেশি ও অতিথি পাখি রক্ষায় একান্তভাবে কাজ করে যাচ্ছে আমার সংগঠন সংগঠন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুন ০৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।