ফরিদপুর: ফরিদপুরে ৫০টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে জেলা শহরের টেপাখোলা এলাকা থেকে বাচ্চাগুলো উদ্ধার করা হয়।
জানা যায়, জেলা শহরের টেপাখোলা এলাকায় চাঁদপুর থেকে আসা এক যুবক সাপের বাচ্চাগুলো নিয়ে মানুষের কাছ থেকে টাকা তুলছিলেন। বিষয়টি স্থানীয়দের কাছে অন্যরকম মনে হলে তারা বনবিভাগকে ফোন দিয়ে অভিযোগ করেন। পরে বনবিভাগের লোক এসে সাপের বাচ্চাগুলো নিয়ে যায়।
ফরিদপুর বন বিভাগের ফরেস্টার জাহিদুল ইসলাম জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমরা ৫০টি সাপের বাচ্চা উদ্ধার করি। বাচ্চাগুলো গোখরা সাপের। আমরা বিষয়টি বন্যপ্রাণী বিভাগকে জানিয়েছি। বুধবার (১০ আগস্ট) তারা (বন্যপ্রাণী লোক) এসে নিয়ে সাপগুলো নিয়ে যাবে। বর্তমানে সাপগুলো আমাদের হেফাজতে রয়েছে।
তিনি আরও জানান, যে যুবকের কাছ থেকে সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়েছে তিনি চানপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তার পরিবার সাপুড়িয়া।
বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
আরএ