রাঙামাটি: রাঙামাটির কাপ্তাইয়ে বিক্রির সময় বিলুপ্ত প্রায় দু’টি ময়না পাখি উদ্ধার করে কাপ্তাই ন্যাশনাল পার্কে ছাড়া হয়েছে।
বুধবার (১০ আগস্ট) সকালে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ দু’টি ময়না পাখি ন্যাশনাল পার্কে অবমুক্ত করে।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ বলেন, কাপ্তাই নতুন বাজারে বিক্রির সময় খাঁচাবন্দি দু’টি ময়না পাখি উদ্ধার করি। পরে বিভাগীয় কর্মকর্তা ছালে মো. সোয়াইব খানের নির্দেশনায় পাখি দু’টি কাপ্তাই ন্যাশনাল পার্কে ছেড়েছি।
এসময় বন বিভাগের কর্মকর্তা, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন, শিলছড়ি প্রশান্তি পার্কের পরিচালক আমিনুল ইসলাম খুকুসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
এসআই