রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালের দিকে সাপটি অবমুক্ত অবমুক্ত করে কাপ্তাই বন বিভাগ।
ফরেস্ট বিভাগের পক্ষ থেকে বলা হয়, অবমুক্ত করা সাপটির দৈর্ঘ্য ১০ ফুট লম্বা প্রায়।
এর আগে শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রাঙামাটি শহরের কাঁঠাতলীর ফিসারি কোয়াটার এলাকা থেকে অজগর সাপটিকে উদ্ধার করে ফরেস্ট বিভাগ।
কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বিকেলে রাঙামাটি শহর থেকে উদ্ধার সাপটির গলায় জাল আটকানো ছিল। পরে জাল কেটে সাপটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে শনিবার সকালে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
সাপটি অবমুক্তকালে ফরেস্ট বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
এসআরএস