নীলফামারী: নীলফামারীর ডোমারে বক শিকারের অপরাধে আবুল হোসেন নামে এক বৃদ্ধকে ছয় মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ অক্টোবর) দুপুরে ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটি গ্রামে অভিযান চালানো হয়।
পরে অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমিজ আলম তাকে এ জেল-জরিমানা করেন।
ইউএনও রমিজ আলম জানান, বন্যপ্রাণী শিকার দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর বিধান মতে আবুল হোসেনকে এ দণ্ড দেওয়া হয়। আবুল হোসেন বক শিকারে জড়িত। তার বাড়িতে আশ্রয় নিয়ে পেশাদার বক শিকারি বক শিকার করেন বলে জানা গেছে। তবে পেশাদার ওই শিকারিকে পাওয়া যায়নি। দণ্ডিত ব্যক্তিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পরে উপজেলা প্রাণিসম্পদ দফতর ও বন বিভাগের সহায়তায় জীবিত বক দু’টি ছোট রাউতা বনে অবমুক্ত করা হয়। অভিযানে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
এসআই