ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বক শিকারের দায়ে বৃদ্ধের জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
বক শিকারের দায়ে বৃদ্ধের জেল

নীলফামারী: নীলফামারীর ডোমারে বক শিকারের অপরাধে আবুল হোসেন নামে এক বৃদ্ধকে ছয় মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (১২ অক্টোবর) দুপুরে ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটি গ্রামে অভিযান চালানো হয়।

এসময় আবুল হোসেনের বাড়িতে জবাই করা বক, জীবিত দু’টি এবং বক শিকারের সরঞ্জাম পাওয়া যায়। বন্যপ্রাণী শিকার ও হত্যার অভিযোগে এসময় আবুল হোসেনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।  

পরে অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমিজ আলম তাকে এ জেল-জরিমানা করেন।  

ইউএনও রমিজ আলম জানান, বন্যপ্রাণী শিকার দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর বিধান মতে আবুল হোসেনকে এ দণ্ড দেওয়া হয়। আবুল হোসেন বক শিকারে জড়িত। তার বাড়িতে আশ্রয় নিয়ে পেশাদার বক শিকারি বক শিকার করেন বলে জানা গেছে। তবে পেশাদার ওই শিকারিকে পাওয়া যায়নি। দণ্ডিত ব্যক্তিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।  

পরে উপজেলা প্রাণিসম্পদ দফতর ও বন বিভাগের সহায়তায় জীবিত বক দু’টি ছোট রাউতা বনে অবমুক্ত করা হয়। অভিযানে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।