ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সাড়ে ৭ ফুট অজগর ধরা পড়লো চুয়েট ক্যাম্পাসে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১২
সাড়ে ৭ ফুট অজগর ধরা পড়লো চুয়েট ক্যাম্পাসে

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে প্রায় সাত ফুট লম্বা গোল বাহারী অজগর সাপ ধরা পড়েছে।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যাললের ছাত্রী হল সংলগ্ন এলাকায় এ সাপটি ধরা পড়ে।

এদিকে ক্যাম্পাসে সাত ফুট লম্বা অজগর ধরা পড়ায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

চুয়েট সূত্রে জানা গেছে, চুয়েটের ইলেকট্রিশিয়ান নাইমুল হাসান ক্যাম্পাসের রাস্তা দিয়ে যাওয়ার সময় ছাত্রীহল সংলগ্ন প্রধান পানির ট্যাংকের সামনে সাপটি দেখেন। তিনি কৌশলে সাপটি ধরে চুয়েটের সংগঠন গ্রিন ফর পিস’র কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে নাইমুল হাসান সাংবাদিকদের বলেন, ‘আমি হলের বৈদ্যুতিক মেরামতের কাজ করে বাসায় যাওয়ার পথে সাপটি দেখতে পাই। পরে আরও পাঁচ জনকে ডেকে এনে সাপটি ধরে গ্রিন ফর পিস’র কর্মীদের কাছে হস্তান্তর করি। ’

চুয়েট ক্যাম্পাসে এ ধরনের আরো অজগর সাপ থাকতে পারে বলেও তিনি জানান।

পরে চুয়েটের পরিবেশবাদী সংগঠন গ্রিন ফর পিস’র সভাপতি আরিফ উদ্দিনের তত্ত্বাবধানে সাপটিকে কাপ্তাই বনবিভাগের কাছে  হস্তান্তর করা হয়।

তিনি বাঙলানিউজকে বলেন, ‘সাপটি ধরার পর জীববৈচিত্র্য রক্ষায় কাপ্তাই বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে সেখানকার বিট অফিসার তৌহিদকে নিয়ে রামপাহাড়ে সাপটিকে মুক্ত করা হয়। ’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মঞ্জুরুল কিবরিয়া এ প্রসঙ্গে বাংলানিউজকে বলেন, ‘অজগর চট্টগ্রামসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন পাহাড় জঙ্গলে থাকতে পারে। তবে এটি বিরল প্রজাতির নয়। ’

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১২

এমএ
সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।