ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ছবিতে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
ছবিতে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব মোনাজাতে হাউমাউ করে কাঁদছেন দুই মুসল্লি। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের পাড়ে লাখো মানুষের অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

ছবি: শাকিল আহমেদ


এবারে মোনাজাত পরিচালনা করেন বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় বাংলাদেশের মাওলানা হাফেজ জুবায়ের।

 দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগতদের জন্য জেলাভিত্তিক আলাদা ৯১টি খিত্তা বা ভাগ করা হয়েছে।
 

ছবি: শাকিল আহমেদ


এবারও দুই পর্বে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্ব সমাপ্তির পর ৫ দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমা আগামী ২০ জানুয়ারি শুরু হবে।  
 

ছবি: শাকিল আহমেদ


পরের পর্বে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা আগামী ২০ জানুয়ারি ফজর থেকে দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নেবেন।
 

ছবি: শাকিল আহমেদ


২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার এবারের আয়োজন।
 

ছবি: শাকিল আহমেদ


রোববার (১৫ জানুয়ারি) সরেজমিনে ইজতেমার ময়দান ও আশেপাশের এলাকাগুলো ঘুরে বিভিন্ন চিত্র তুলে ধরেছেন বাংলানিউজের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট জিএম মুজিবুর ও ফটো করেসপন্ডেন্ট শাকিল আহমেদ।
 

ছবি: জিএম মুজিবুর


বগিবোঝাই করে মুসল্লিদের নিয়ে ছুটছে ট্রেন।
 

ছবি: জিএম মুজিবুর


বিশ্ব ইজতেমার ময়দানে যেতে ট্রেনের ছাদে মুসল্লিরা।
 

ছবি: শাকিল আহমেদ


তুরাগ নদের পাড়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে লাখো মুসল্লির ভিড়।  
 

ছবি: শাকিল আহমেদ


এছাড়া ঢাকা-গাজীপুরের প্রতিটি সড়ক-মহাসড়ক, আশপাশের অলিগলির মানুষরাও যেন মিশে যায় ইজতেমার ময়দানে।  
 

ছবি: শাকিল আহমেদ

ঝুঁকি নিয়ে রেললাইনের ওপর দিয়েই পার হয়ে যাচ্ছেন হাজার হাজার মুসল্লিরা।
 

ছবি: শাকিল আহমেদ

এয়ারপোর্ট সড়কে গাড়ি না থাকায় পায়ে হেঁটেই বাড়ি ফিরছেন তারা।
 

ছবি: শাকিল আহমেদ

যানবাহন না থাকায় অনেকেই নৌ-পথেই বাড়ি ফিরছেন।

ছবি: শাকিল আহমেদ


বিশ্ব মুসলিম উম্মাহর দুনিয়া ও আখেরাতের শান্তি এবং দেশের কল্যাণ কামনার দোয়া করছেন মুসল্লিরা।
 

 ছবি: শাকিল আহমেদ


এ সময় মোনাজাতে হাউমাউ করে কাঁদতে দেখা যায় মুসল্লিদের।
 

ছবি: জি এম মুজিবুর


মোনাজাত শেষে আখেরি মোনাজাতে অংশ নেওয়া মুসল্লিরা বাড়ি ফেরার সময় পরিবহন সংকটে ভোগান্তিতে পড়েন।  
 

ছবি: জিএম মুজিবুর

রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজট দেখা দেয়। এতে চরম ভোগান্তিতে পড়ে হয় যাত্রী, অফিসগামী ও ইজতেমা ফেরত মুসল্লিদের।  

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।