ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

আগুনরাঙা ফাগুন

ডিএইচ বাদল, সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
আগুনরাঙা ফাগুন গাছে দুলছে পলাশ। ছবি: ডিএইচ বাদল

বছর ঘুরে আবারও এসেছে বসন্ত। আর বসন্ত এসেছে বলেই ‍ফুটেছে হাজারও ফুল।

বইতে শুরু করেছে দক্ষিণা বাতাস।

কোকিলের কুহুতানে মাতাল হয়ে উঠেছে বসন্তরাণী।

পলাশ ও শিমুল গাছে নতুন করে আসে ফুল। আগুনের লেলিহান রক্তের মতো যেন দাউ দাউ করে জ্বলছে শিমুল পলাশের ফুলের বাহার।

শিমুল ও পলাশ গাছের সৌন্দর্যকে আরও রঙিন করে তুলেছে হলুদিয়াসহ নানার জাতের পাখির কলতান আর মৌমাছির গুঞ্জন।

এক ডাল থেকে অন্য ডালে উড়ে বেড়ানো হলুদিয়া পাখির সৌন্দর্যের অপরূপ চিত্রে হারিয়ে যায় মন।

পাখি হলুদিয়া শিমুল গাছের ফুলের মাঝে নিজের লাল ঠোঁটটি দিয়ে মধু সংগ্রহ করে নিতে কার্পণ্য করছে না। কালো মৌমাছির গুন গুন করে উড়ছে এক ফুল থেকে আরেক ফুলে।

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, শহীদ মিনার প্রাঙ্গণ, কাকরাইলসহ বিভিন্ন জায়গায় শিমুল ও পলাশ ফুলে ছেয়ে আছে গাছগুলো। সেখানে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে নানান বয়সী ছেলেমেয়েরা।

বসন্ত বাংলাদেশের মানুষের জীবনে নিয়ে আসে প্রেম ও বিদ্রোহের যুগল আবাহন। নতুন সূর্যোদয়ে মধ্য দিয়ে এবারও বসন্ত আসুক-উচ্ছ্বাস আর বাঁধভাঙা আবেগে মিলে একাকার হয়ে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।