ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

বৃষ্টি-জলাবদ্ধতা-ভোগান্তি

শাকিল আহমেদ, স্টাফ ফটো করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৪
বৃষ্টি-জলাবদ্ধতা-ভোগান্তি ছবি: শাকিল আহমেদ

ঢাকা: গত কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে রাজধানীতে। এতে সড়কসহ অলি-গলিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা, ফলে মানুষ পড়েছে চরম ভোগান্তিতে।

বুধ ও বৃহস্পতিবারের ধারাবাহিকতায় শুক্রবার (৪ অক্টোবর) দুপুর পর্যন্তও রাজধানীজুড়ে মুষলধারে বৃষ্টি হয়েছে। তার আগের দিন বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঢাকায় বৃষ্টিতে জলজট ও যানজটে তীব্র ভোগান্তিতে পড়ে মানুষ। যার কিছু চিত্র উঠে এসেছে স্টাফ ফটো করেসপন্ডেন্ট শাকিল আহমেদের ক্যামেরায়।

পুরান ঢাকার আগা সাদেক রোডে তীব্র বৃষ্টির কারণে হাঁটু সমান পানিতে চলছে রিকশা। ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

বৃষ্টি থেকে রক্ষায় ছাতা মাথায় নৌকায় নদী পার হচ্ছেন কর্মজীবীরা।

বৃষ্টি থেকে যাত্রীকে রক্ষায় পলিথিন দিয়ে ঢেকে দেন চালক।

টানা বর্ষণে জলাবদ্ধতায় পিচ-কংক্রিট উঠে রাজধানীর বিভিন্ন সড়কের বেহাল দশা।

অবিরাম বর্ষণে বেশিরভাগ সড়কে হাঁটুপানি। এর মধ্যেই চলেছে যানবাহন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।