ঘটনা
১৮৩২ সালে সতীদাহ প্রথা বিলোপের বিরুদ্ধে ভারতের গোঁড়া হিন্দুদের আবেদন ব্রিটিশ সংসদে নাকচ হয়ে যায়।
১৮৮৯ সালে অবিভক্ত ভারতের কলকাতায় প্রথম প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্ট শুরু।
১৯৬২ সালে টেলস্টার উপগ্রহের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফ্রান্সে টিভি সম্প্রচার শুরু হয়।
১৯৭৯ সালে মার্কিন মহাকাশযান ‘স্কাইল্যাব’ ভারতমহাসাগরে ভেঙ্গে পড়ে।
ব্যক্তি
১২৭৪ সালে স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুসের জন্ম।
১৭৩২ সালে ফরাসি জ্যোতির্বিদ ঝসেফ লালাদঁর জন্ম।
১৯১৬ সালে নোবেলজয়ী রুশ পদার্থবিদ আলেকজান্দার প্রোখোরভের জন্ম।
১৯২৭ সালে লেজার রশ্মির উদ্ভাবক মার্কিন বিজ্ঞানী থিওডর মেইম্যানের জন্ম।
১৯৩৬ সালে আল মাহমুদের জন্ম।
১৯৭৪ সালে নোবেলজয়ী [১৯৫১] সুইডিশ সাহিত্যিক পার ল্যাগেরক্ভিস্তের মৃত্যু।
১৯৮৫ সালে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু।