ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

ফিচার

সপ্তাহের খোরাক ১৮০ কলা, ১৪ কেজি চাল!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৫, আগস্ট ৬, ২০১৪
সপ্তাহের খোরাক ১৮০ কলা, ১৪ কেজি চাল! সুমন খাতুন

ঢাকা: বয়স মাত্র ৯ বছর। উচ্চতা ৩ ফুট ৫ ইঞ্চি।

শরীরের ‍ওজন স্বাভাবিকের চেয়ে তিনগুণ। বলছি ভারতের পশ্চিম বঙ্গের বাসিন্দা সুমন খাতুনের কথা।

খাবরের জন্য সপ্তাহে ১৮০টি কলার প্রয়োজন তার। সঙ্গে রয়েছে ৮ কেজি আলু, ৮ কেজি মাছ ও ১৪ কেজি চালের ভাত। এতেই তার ওজন দাঁড়িয়েছে প্রায় ৯৩ কেজিতে।

পছন্দের তালিকায় রয়েছেন মিষ্টি, কেকও।

এ বিষয়ে সুমন বলেন, আমার সব বন্ধুরা পাতলা, কিন্তু আমি মোটা। বন্ধুদের সঙ্গে হাঁটতে, বসতে, দৌড়াতে, খেলতে এমনকি দাঁড়াতেও আমার কষ্ট হয়।

এদিকে, সুমনের খাবারে প্রতি এমন আসক্তিতে তার বাবা-মা দুশ্চিন্তায় ভুগছেন। তারা তার ভবিষ্যত নিয়েও পড়েছেন চিন্তায়।

সুমনের মা বেলি বিবি বলেন, আমার অন্য সন্তানরা স্বাভাবিক হলেও সে (সুমন) ব্যতিক্রম। তার ভবিষ্যত নিয়ে চিন্তায় আছি। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।

সুমনের মা বেলি বিবি এ জন্য চিকিৎসকের সাহায্য চেয়েছেন। চিকিৎসকের ভাষায় এর নাম ‘হাইপারথাইরিজম’। তবে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা বলেছেন চিকিৎসকরা।


বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।