ঢাকা: সাহিত্য রসিকরা মাংশাসী এ পাখিটিকে ডাকেন ‘কর্নেল ঈগল’ নামে। একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তার মতোই গুরুগম্ভীর, রাগী আর বদমেজাজি স্বভাব তার।
এই গোমড়ামুখো পাখি যখন পানি নিয়ে খেলতে থাকে, তখন একটু অবাকই হতে হয়। এটাও ভাবনায় আসে, তাকে আমরা ঠিক যতটা হিংস্র ভাবি, ততটা সে না।
যুক্তরাষ্ট্রের মন্টানায় ফ্ল্যাটহেড লেকে তার এমন সারল্যমাখা রূপটিই দেখা গেল। লেকের পাশে পানির একটি স্প্রিংকলারের (জলসেচ দেয়ার একটি যন্ত্র) সাথে খেলতে দেখা গেল কর্নেল ঈগলকে!
ভিডিওতে দেখা যাচ্ছে, স্প্রিংকলার থেকে তীব্র গতিতে বের হওয়া পানিতে সে পা দিয়ে খেলছে। কখনো পা দিয়ে পানি আটকে দিচ্ছে, আবার ছেড়ে দিয়ে নিচ্ছে অপার আনন্দ।
বরং ভিডিওতেই দেখে নেয়া যাক।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৪