ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

ফিচার

৩৭ বছর পর মৃত ব্যক্তি জীবিত!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৪
৩৭ বছর পর মৃত ব্যক্তি জীবিত! ছবি: সংগৃহীত

ঢাকা: শিরোনাম পড়েই চমকে উঠলেন তো! চমকের উপরই থাকুন, একেবারেই গাঁজাখুরি নয় এটি।

আপাতত একটি গল্প শুনুন, ১৯৮৬ সালে রোনাল্ড স্ট্যান নামের এক ব্যক্তিকে মৃত ঘোষণা করে কানাডার আদালত।

রোনাল্ড স্ত্রী ও দুই সন্তান নিয়ে সে দেশের ওন্টারিওতে থাকতেন।

এর আগে ১৯৭৭ সালে হঠাৎ করে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া না গেলে, নানা তথ্য-প্রমাণের ভিত্তিতে তাকে মৃত ঘোষণা করে আদালত।

নিখোঁজ হওয়ার ৩৭ বছর পর ‘মৃত’ রোনাল্ডকে সম্প্রতি খুঁজে পাওয়া গেল। অনিষ্পত্তি মামলাগুলোর নিয়মিত তদন্তে যুক্তরাষ্ট্র পুলিশ তাকে খুঁজে পায়।

এদিকে গোপনে নতুন জীবন শুরু করছেন রোনাল্ড। যুক্তরাষ্ট্রের ওকলাহোমারে স্ত্রী ও এক ছেলেকে নিয়ে বেশ সুখেই ঘরকন্যা করছেন তিনি। তবে নতুন জীবন শুরুর সঙ্গে সঙ্গে পরিচিতিও পাল্টে ফেলেছেন তিনি। এখন তিনি আর রোনাল্ড স্ট্যান নন, জেফ ওয়াল্টন নামেই পরিচিত।

এবার গল্পের মেজাজ থেকে বের হওয়া যাক। কারণ, পুরো গল্পটিইকে সত্য বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র পুলিশ।

তারা জানান, গত জুলাই মাসে নিয়মিত তদন্তে তাকে খুঁজে পাওয়া যায়। তিনি ওকলাহোমায় জেফ ওয়াল্টন সিনিয়র নামে বসবাস করছেন।  

কীভাবে তার খোঁজ মিলল, তা পুলিশ বিস্তারিত না জানালেও তারা বলেন, ওকলাহোমার পরিবারটি তার কানাডার অতীত জীবনের কথা জানতেন না।  

এ বিষয়ে তার আমেরিকান ছেলে জেফ ওয়াল্টন জুনিয়র বলেন, এটা মেনে নেওয়া আমার জন্য কঠিন, কিন্তু তিনি এখনও আমার বাবা। এ ঘটনার কারণে গত ৩৫ বছর ধরে চেনা এই মানুষটি সম্পর্কে আমার ধারণা বদলাবে না।    

তবে তার মা (ওকলাহোমার স্ত্রী) রোনাল্ড ওরফে জেফকে ডিভোর্স দিচ্ছেন বলে জানিয়েছেন জুনিয়র জেফ।

ওয়াল্টনের খোঁজ মেলার পর কানাডা পক্ষের কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়:১৮৪২ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।