ঢাকা: পথ! আমাদের অভিব্যক্তি, সাহিত্য, কবিতা, শিল্পকর্ম ও সংগীতে পথ ও পথের সৌন্দর্য প্রতিভাত হয় নানা রুপ, রস ও শৈল্পিক মহিমায়।
পথ মানুষের কল্পনাকে নানাভাবে নাড়া দেয়।
এমনই কিছু পথের সন্ধান দিতে এবারের আয়োজন:
বসন্তে অপরূপা বেলজিয়ামের রহস্যময় বন ‘হলারবস’র অন্তরীণ পথ।
আয়ারল্যান্ডের কেনমেয়ার শহরের রিনাগ্রস পার্কের হ্রডডেনড্রন টানেল।
শীতে চেক রিপাবলিকের এক বনের বরফঢাকা শ্বেতশুভ্র পথ।
যুক্তরাষ্ট্রের পিক জেলার পেডলি গর্জ বনের শৈবাল আচ্ছাদিত পাথুরে পথ।
কানাডার অন্টারিও শহরের বার্লিংটনে স্পেনসার স্মিথ পার্কের মন কেড়ে নেওয়া ফুলেল পথ।
তাইওয়ানে সারিবদ্ধ তুলা গাছের তোরণ পথ।
আয়ারল্যান্ডের অন্ধকারাচ্ছন্ন অতি প্রাকৃতময় বৃক্ষরাজি ঢাকা পথ।
জাপানের সমুদ্র তীরবর্তী হিতাচি পার্কের পায়ে হাঁটা মোহনীয় পথ।
ইতালির ক্যামপিগনা জাতীয় উদ্যানের শীতের ভোরে সূর্যোদয়কালে তুষারাচ্ছাদিত পথ।
জাপানের কিয়োটোতে অজস্র ঋজু ও লম্বা বাঁশের বাগানে মেঠো গলিপথ।
বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৪