ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

ফিচার

বাগানের হেয়ারকাট!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৪
বাগানের হেয়ারকাট! ছবি: সংগৃহীত

ঢাকা: মানুষের হেয়ারকাটের কথা শুনেছেন। কিন্তু তাই বলে বাগানের হেয়ার কাট! ভাবছেন, যতোসব আবোল-তাবোল কথা।

এরকম আজগুবি ব্যাপার হয় নাকি!

বাগানের ‘হেয়ার কাট’ দেখতে হলে আপনাকে যেতে হবে যুক্তরাজ্যের লেক ডিস্ট্রিক্টের লেভেনস হলে। যেতে না পারলে বরং ছবিতেই দেখে নিন আর জেনে নিন বাগানের হেয়ার কাটের গুঢ় রহস্য।

বিষয়টি হলো, লেভেনস হল কর্তৃপক্ষ প্রতিবছর শীতের আগে তাদের ১০ একরের বাগানটি নতুন করে সাজান। এ বছর তারা ভাবলেন বাগানের বার্ষিক ‘হেয়ার কাট’টি একটু ‍অন্যরকম হলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ।

চার বাগান পরিচারককে দেওয়া হলো এই দায়িত্ব। গত ফেব্রুয়ারিতে দায়িত্ব পাওয়া এই চার ভদ্রলোক কাজ প্রায় শেষের দিকেই নিয়ে এসেছেন।    

প্রধান পরিচারক ক্রিস ক্রাউডারের মুখেই শোনা যাক, নিশ্চিতভাবে এটি বড় কাজ। আমরা কাজ মোটামুটি শেষ করে এনেছি। আশা করছি বাকিটা ক্রিসমাসের আগেই হয়ে যাবে।   

১৭ শতকের এই লেভেনস হল ‘বাগান ফ্যাশন’র জন্য বিখ্যাত। বাহারি আর বৈচিত্র্যময় সব নকশার জন্য বাগানটি বেশ জনপ্রিয়। ১৬৯০ সাল থেকে বর্তমান ক্রাউডারের সময়, লেভেনস হল তার ঐতিহ্য ধরে রেখেছে।  

ফরাসি নাগরিক গিওম বিউমঁতের হাত ধরে বাগানটি শুরু হয়। কর্নেল জেমস গ্রাহমে এটি বিক্রি করে দিলে গিওমের হাতে আসে। শুরু থেকে এখন পর্যন্ত লেভেনস হল অটুট রেখেছে তার ৩২৪ বছরের ঐতিহ্য।   

এরকম ঐতিহ্যবাহী একটি বাগানের কাজ পেয়ে গর্বিত ক্রাউডার জানান, যুক্তরাজ্যের বিভিন্ন সময়ের ইতিহাসকে ফুটিয়ে তোলা হয়েছে বাগানের চলতি নকশায়। এছাড়াও আছে, ছোটপাতার চিরসবুজ ইউ ট্যাক্সাস ব্যাকাটা, গোল্ডেন ইউ ট্যাক্সাস ব্যাকাটা ও বক্স বাক্সাসসহ বিভিন্ন আকর্ষণীয় নকশা।  

প্রতিবছর এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত জনসাধারণের জন্য খোলা থাকে লেভেনস হল। তবে বাগানটির এই বিশেষ আয়োজনের জন্য এ বছর ৯ অক্টোবর পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।