ঢাকা: একমাত্র মায়ের পক্ষেই বোঝা সম্ভব সন্তানের খিদের আকুতি। তা সে মানুষ হোক কিংবা পশুপাখি।
এরকমই একদল অভুক্ত পাখির ছানা কিচির মিচির করে অস্থির করে তুলেছিল মাকে। মা পাখি তাদের মুখে খাবার এনে দিতেই সব চুপ! মা খুঁজে খুঁজে খাবার আনছে, আর ছানাগুলো হা করে গিলছে। সে এক অসাধারণ দৃশ্য!
সেই অকৃত্রিম মমতার মূহুর্তগুলো ধরা পড়লো ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার পল উইলিয়ামসের ক্যামেরায়। ছানা আর মায়ের এই বোঝাপড়া তিনি নিজের চোখেও দেখলেন।
শোনা যাক তার মুখেই, দিনে প্রায় ৪০০ বার ছানাদের মুখে খাবার তুলে দিতে হয়। তাদের বাবা-মা খাবার তুলে দিতেই সেকেন্ডের মধ্যে তা নেই হয়ে যায়। এ দৃশ্য নিজের চোখে না দেখলে জীবন বৃথা।
তারা টপাটপ খাবার গিলছিল আর আমি দূর থেকে ছবি তুলছিলাম। এদের খাবারের ৮০ ভাগ হলো উড়ন্ত পিঁপড়া ও ভিমরুল, যোগ করেন পল।
মজার ঘটনা বলতে গিয়ে পল বলেন, একটি ছানা বড় এক ভিমরুল মুখে নিয়ে আর গিলতে পারছিল না। এদিকে তার পাশেরজন আছে সেটাকে চুরি করার লোভে। লুকিয়ে লুকিয়ে ভিমরুলে ঠোকর দিয়ে দেখছিল কোনো সুবিধা হয় কিনা!
যুক্তরাজ্যে আগস্ট মাসে পাখিদের ভিড় থাকে সবথেকে বেশি। সেপ্টেম্বরের দিকে তারা প্রায় ৬শ’ মাইল উড়ে দক্ষিণ আফ্রিকার দিকে উড়ে যাবে।
বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৪