ঢাকা: চারপেয়ে বলে মানুষের সভ্য সমাজ থেকে তাদের এক প্রকার আলাদাই রাখা হয়। এবার বুঝি সেই দু’পেয়ে-চারপেয়ের ব্যবধান ঘুচতে চললো!
সার্কাসে সাধারণত দুই পায়ে হাঁটা বাঘ-ভাল্লুক দেখা যায়।
এক মহাপ্রতিভাধর কুকুর ছানা সেটাই করে দেখাল। দু’পায়ে হেঁটে তাক লাগিয়ে দুটো বিশ্ব রেকর্ডও বাগিয়ে নিয়েছে সে।
ক্যালিফোর্নিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, লসঅ্যাঞ্জেলেসের এই কুকুর ছানার নাম জিফ। সে নাকি রোজ দু’পায়ে হাঁটার চর্চা করে।
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য অনুযায়ী, ছানাটি পেছনের পায়ে সাড়ে ছয় সেকেন্ডে ১০ মিটার হাঁটতে পারে। আর সামনের পায়ে হাঁটতে পারে প্রায় ৮ সেকেন্ডে পাঁচ মিটার। এ দু’টিই কোনো চারপেয়ে প্রাণীর দুই পায়ে (সামনে ও পেছনের পা) দ্রুত গতিতে হাঁটার রেকর্ড।
তার খেল এখানেই শেষ নয়। নানান ভঙ্গিমায় হাত নাড়িয়ে, কোমর বেঁকিয়ে সবাইকে মুগ্ধ করতে পারে এই বিস্ময়কর কুকুর ছানা।
চার বছর বয়সী এ ছানাটি এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৪